তুমি আর আমি, চলো হেঁটে যাই
হাতে হাত রেখে দূর অজানায়।
যান্ত্রিক সভ্যতাকে পিছনে ফেলে
চলো যাই হারিয়ে।

চলো যাই আরও গহিনে
তোমাকে শোনাব কোকিলের গানে।
যেখানে কাকের কোলাহল নেই
রুঢ় কোনো চিৎকার নেই।

কোনো কথা নয়,
চোখে চোখ রেখে
চোখের ভাষায় আমরা দু’জনে
মনের কথা বলব গোপনে।

চলো না হারাই একসাথে
কোনো দূর পাহাড়ে,
চলো না মিশে যাই দু’জন দু’জনায়
কোনো জনমানবহীন সৈকতে।

বল তো, যাবে কি অন্য কোথাও
যেখানে শুধু তুমি আর আমি
ভালোবাসার বাঁধনে জড়িয়ে
মিশে যাই আমি আর তুমি।