নূতনের সামনে আমি বেমানান
পুরনো পয়সার মত অচল
হতো স্মৃতিতে জমা ধুলো
মুছবে না আমার আঁখি জল।
স্মৃতির পাতায় না হয়
বিস্মৃতি হয়ে থাকলাম।
নূতনের কাছে আমি বড় বেমানান
ঘুমহীন চোখে জেগে থাকি
এখন আর স্বপ্ন দেখি না
শুধু দুঃস্বপ্নেরা দেয় উঁকি।
তোমার স্বপ্নই পূর্ণ হোক
আমি কল্প ছবি আঁকি।