পিতা আব্দুল্লাহ হতে মাতা আমেনার গর্ভে যে ফুল
যে ফুলের সুবাসে সুবাসিত বিশ্বকূল,
মরুর বুকে মক্কা নগরীতে ফুটিল সেই ফুল
পবিত্র এক নাম সে তো মুহাম্মদ রাসুল।

ধন্য মাতা হালিমা, ধন্য তায়েফ ভূমি
লালন করিয়া তোমায় যখন দুধের শিশু তুমি,
পিতামহ আব্দুল মুত্তালিব, ধন্য আবু তালিব ধন্য
শৈশবে নবীকে পালন করার জন্য।

জন্মের আগে পিতা হারালেন, শৈশবে মাতা
এতিম ছিলেন নবী, বুঝতো এতিমের ব্যথা,
শৈশব হতে তিনি ছিলেন সদা সত্যবাদী
আল-আমিন ছিল তাঁর উপাধি।

কখনোই তাঁকে ছুঁয়নি কোনো পাপ
ফেরেশতারা করে তাঁর সীনা চাক,
ছিলেন নবী সদা সত্যের পথে
চলিতেন সদা সাহসের সাথে।

হেরা গুহায় বসে করেন প্রভুর সন্ধান
মাবুদ আল্লাহ তাঁকে  নবুয়ত করে দান,
লাওহে মাহফুজ হতে আসিল কোরআন
মানবজাতির জন্য জীবন বিধান।

আরব তখন ছিল জাহেলিয়াতে ডুবে
লাত-উজ্জা আর মূর্তির পূজা করিত সবে,
পাপ ছিল সেথায় খোদার জমিনজুড়ে
আলোর পাইলো লোকে তোমার নূরে।

তুমিতো সেই রহমাতাল্লীল আলামিন
সত্য নবী তুমি আনিলে সত্য দ্বীন,
তোমার হতে হেদায়েত পায় আরবের বেদুঈন
তুমি সত্য নবী, তোমার সত্য দ্বীন।

আরবের যত ছিল কাফের মুশরিক
আল্লাহর সাথে তারা করিত শিরক,
আবু জাহেল, আবু লাহাবের প্রতি খোদার অভিশাপ
নবীকে কষ্ট দেয়, এমন তাদের পাপ।

মক্কার কাফেরদের নিঠুর অত্যাচারে
তায়েফে গেলেন নবী জন্মভূমি ছেড়ে,
ঠাঁই হল না নবীর সেথা বেদ্বীনের অন্তর
মদিনা হিজরত করিলের নবী পারি দিয়ে  মরু প্রান্তর।

জিহাদের ডাকে সাড়া দিয়ে নবী গেলেন  বদরে
বিজয় আনিলেন নবী যুদ্ধ করে,
কুফরীর বিরুদ্ধে উহুদের রণ প্রান্তরে
দ্বীনের জন্য নবীর রক্ত ঝরে।

আল্লাহর হাবিব  জয় করিয়া মাতৃভূমি
বীরের বেশে এলো তুমি,
মক্কা নগরী ধন্য হল তোমার আগমনে
সর্বশ্রেষ্ঠ মানব তুমি খোদার এ জমিনে।

আল্লাহর সৃষ্টি মাখলুকাত আছে যত
তোমার সামনে হয় অবনত,
সৃষ্টি সকল করে তোমার প্রশংসা
বিপদের দিনে তুমি উম্মতের ভরসা।

ফেরেশতারা করে জিকির তোমারই নামে
মেরাজে গেল নবী আরশে আজিমে,
সাইয়্যিদুল আম্বিয়া তুমি নবীদের সরদার
মিরাজে করিলা আল্লাহর দিদার।

সকলে বলিবে যখন 'ইয়া নাফসি'ইয়া নাফসি'
ডাকবেন নবী আমার 'উম্মতি, ইয়া উম্মতি'
আল্লাহ দিবেন তাঁকে হাউজে কাওসার
শাফায়াত করে নবী, উম্মত করবে পার।

যতই প্রশংসা করি, যতই দরুদ পড়ি
কম হবেগো জানি তুলনা তোমারই,
হাশরের দিনে পার হতে পুল সিরাত
আমি পাপি চাইেগো নবী তোমারই শাফায়াত।