নষ্টা নারীর মত, এই নষ্ট নগরী

কেঁড়েছো ঘুম আমার
তুমি রাতের আধাঁরে
নিয়ন আলোতে সাজিয়েছ তোমারে,
শুধু কংক্রিটের জঞ্জাল ।

বুক ভরা হা-হা-কার
আমার ঘুম কেঁড়ে নেয়
আধাঁরের অলিতে গলিতে থাকা
বেওয়ারী কুকুরের চিৎকার।

নষ্টা নারীর মত -
রূপের পসরা তোমার
আমি ঘুমাতে পারি না
এ আবাস- নয় আমার ।

ইট পাথরের ইমারতে তুমি
কেঁড়ে নিয়েছো ভোর
নেই সতেজ হাওয়া, অক্সিজেন
আজব নেশার ঘোর।

নেই পাখ-পাখালির গান
নেই সজিব সে উদ্যান
শুধুই ছলনা তুমি,
ফিরিয়ে দাও আমার অম্লান প্রাণ।

নষ্টা নারীর মত, এই নষ্ট নগরী

তোমার পথে পথে ক্ষুদার্থ শিশুর কান্না
ছিন্ন বস্রে মলিন মূখে কিশোরী;

প্রাসাদ প্রতিম অট্টািলকায় নগ্ন রমনীর
অশ্লীল নৃত্য।
নীল আলোতে মাতাল ধনী
গরিব এখানে ভৃত্য।