নূর হোসেন তুমি ফিরে এসো
তুমি ফিরে এসো
প্রতিবাদের জীবন্ত ব্যানারের
বুকের রক্তে আগুন জ্বালাও
পল্টনের ময়দানে।
নূর হোসেন তুমি ফিরে এসো
ফিরে এসো গণতন্ত্র উদ্ধারে
দেখে যাও বিশ্বজিৎ কেমন করে মরে
বুকের রক্তে আগুন জ্বালাও
প্রতিবাদী যুবকের প্রাণে।
তোমার আগুনে পুড়ুক
অত্যাচারী শাসক
পুড়ে ছাই হোক শাসন-শোষণ
জ্বলে উঠুক বিপ্লবী প্রাণ
অন্যায়ের প্রতিবাদে।
নূর হোসেন, তুমি ফিরে এসো।