আমাকে রক্তচক্ষু দেখাবে না
আমি তোমার শাসন মানি না,
তোমার চোখ তুলে নেব
পাষাণের জিঞ্জির ভেঙে দেব।
আমার ধৈর্যের পরীক্ষা কোরো না
রক্তচক্ষুর ভয় দেখিয়ে লাভ হবে না;
বাঁধ ভেঙে গেলে প্লাবন হবে—
তোমার সলিল-সমাধি হবে।
তোমার নগ্ন রূপ সবার সম্মুখে আজ
তোমার দুর্গ ভেঙেছে, মহারাজ—
তোমার বিচার হবে
তুমি তোমার সাজা পাবে।
আমি জজ হয়ে রায় দিলাম
তোমার প্রাসাদ হবে নিলাম।
ঘুণে খাবে তোমার সুখনিদ্রার পালঙ্ক—
বুকের রক্ত দিয়ে মুছে দেব কলঙ্ক।