ময়নারে, পড়লি রে তুই
এ কোন বিপাকে!
কূলছাড়া এক নদী হইলি
ভাঙনে সব ভাঙায় নিলি,
একূল-ওকূল দুই কূল হারাইলি।

উড়ে এসে ধরা দিলি
শিকারির হাতে,
কোন অভিশাপে তোর
ফাগুন বাগান
ছেড়ে দিয়ে এলি অগ্নি পথে।

সোনার খাঁচায় সোনার পাখি
উদাস হইলি কী দেখি?
নষ্ট নীড় ছিল ভালো,
নীল আকাশে মেল ডানা
মেঘের বুকে ঠাঁই হয় না।