মনটা করে—
পালাই, পালাই!
শহর থেকে
অনেক দূরে,
বন–পাহাড়ে
যাই হারিয়ে,
মেঘকে ছুঁয়ে
পড়ব বেয়ে,
ঝরনা হয়ে
নীল জলে।

মনটা করে—
পালাই, পালাই!
উড়ে যাই,
ঘুরে যাই,
গাঙচিলে,
আকাশ–নীলে,
ঝাউয়ের বনে,
আপন মনে,
পাখির ভিড়ে—
অন্য নীড়ে।