ঘড়ির কাটার টিক টিক
জীবন থেকে কেড়ে নেয়
জীবনীগ্রন্থের নানা কাহিনী
ফুরায় সময়_অসমাপ্ত জীবনী।


বসন্তে বনে কখনো যাইনি
দখিনের হাওয়া অঙ্গ জুড়াইনী
দেয়নি তো দোলা কভু মনে
পুড়ছে মন ফাগুনের আগুনে।


বন পোড়ানো মন পোড়ে
কত বসন্ত ফুড়ায়ে যায়
কত ফুল ফুটে ঝড়ে পড়ে
শুধু দহন রয় অন্তরে।


ঘড়ির কাটার টিক টিক
হিসেব কষি ঠিক -বেঠিক
পুড়ে মরে মন
চলে যায় সময়, জীবন থেকে জীবন।