পাঞ্জেরী পথ দেখাও—
আমি পথ হারিয়ে,
ক্লান্ত-পরিশ্রান্ত পথিক এক
পথে এসেছি  সব হারিয়ে।

মরুভূমির মরীচিকার পিছে
ঘুরে মরেছি মিছে,
চাতক প্রাণের তৃষ্ণা বাড়িছে—
পথ দেখাও পথহারা পথিকে।

সাগরের নীল জলে
মাঝসাগরে টানিছে ছলে,
ঢেউয়ের পরে ঢেউ উঠেছে উথলে—
আমার এ তরী ভিড়াও কূলে।

পাঞ্জেরী, পথ দেখাও
পথহারা পথিকেরে।