বিকৃতির স্বীকৃতি চাই
প্রকৃতির আকৃতি,
বিমূর্ত মূর্ত হয়ে
সৃষ্টি করুক মূর্তি।

আমাবস্যার কালো নিশিতে
পূর্ণিমার চাঁদ ওঠে,
জ্যোছনা বিলাবে
আমি প্রেম নেব লুটে।