তুমি চলে গেলে
আমাকে দিয়ে সম্পর্কের শব,
একাই বয়ে বেড়াই
যা একদিন ছিল আমাদের।
তোমার আর আমার
তুমি টুটি চেপে হত্যা করেছো
তুমি মুক্তি চেয়েছো
জড়া থেকে, জীবন থেকে।
হয়তো নতুনত্ব পুরাতনকে
চেপে ধরেছিল
হয়তো জীর্ণতা থেকে মুক্তি নিয়েছো,
ডানা মেলেছ অন্য আকাশে।
ফাগুনের রঙ তোমাকে রাঙালেও
আমাকে পুড়িয়েছে বিরহ দহনে
তাই ভালোবাসার শব কাঁধে নিয়ে
হেঁটে চলেছি মৃত্যুপুরীর পথে।