পাতা ঝরার দিন শেষ হল আজ
হে বসন্ত, ঋতুরাজ!
তুমি এলে কচি পাতায়
বাহারি ফুলে বাসন্তি রঙে— কবির খাতায়।
তুমি এলে কিশোরীর গায়ে রঙিন বসনে
তুমি এলে নতুনের আগমনে—
কুয়াশার চাদর সরিয়ে আজ
শহরের বুকে তাই নতুনের সাজ।
তুমি এলে, তাই ফুল প্রিয়সীর খোঁপায়,
বর্ণছটা পথে ফোটা কেয়ায়,
এতদিন মিটেছে প্রেম পিয়াস
তুমি এলে, তাই বসন্ত বিলাস।