তুমি আমার স্বপ্ন-সারথি,
তুমি আমার অদিতি।
তুমি গোপন ভালোবাসা,
তুমি আমার বাঁচার আশা।
ময়ূরী গায়, কোকিল গায় কুহু-কেকা,
এসো প্রহেলিকা—
স্বেত মেঘের ডানায়,
এসো এই রিনিঝিনি বর্ষায়।
একা তোমার সাথে নিশীথ রাতে,
অভিসারে মন চায় যেতে।
মায়াবী ঐ জোছনার বিলাস,
মনে জাগায় অভিলাস।
এই মায়াবী রাতে
তুমি যাবে কি সাথে,
অজানা পথে?গোপন প্রিয়া,
তুমি কেড়েছো মোর হিয়া।