আকাশের রং নীল কেন
এত নীল কেন সাগরের জল?
তোমাদের কি আমার মতো দুঃখ
না কি আমার দুঃখে রং ছড়াও?
পলাশ, তুমি এত লাল কেন হও
কি কষ্ট তোমার?
তুমিও কষ্ট পেয়েছ আমার মতো
না কি আমারই কষ্টের রং ছড়াও?
ও বকুল, তুমি ঝরে পড়ো
তুমি কেন এত মলিন হয়ে যাও?
কার বিরহে তুমি ঝরে পড়ো
নিজেকে বিলিয়ে কি সুখ বলো পাও?