সন্তানহারা পিতার বুকে
যখন করেছে খাঁ খাঁ দুঃখে ,
পাঠালেন খোদা শীষ নামে ফুল
হেদায়াত পায় জগৎ কূল।
আদমের ঘরে আশার আলো
পিতা-মাতার বুক ভরে গেল
করিলেন দান, আল্লাহ মহান
যোগ্য পিতার যোগ্য সন্তান।
ছিলেন শান্তির পথে
হেদায়েতের দ্বীপ জ্বাললেন হাতে,
ন্যায়ের বাণী রাখলেন সাথে
উজ্জ্বল তাঁরা তিনি ছিলেন নবুয়্যাতে।
মানব যখন পরে শয়তানের ফাদেঁ
আদেমর দায়িত্ব তুমি নিয়ে ছিলে কাঁধে,
কেহ যেন কখনো আধারে না ডোবে
তারা হয়ে তুমি আলো দিলে সবে।
জ্ঞান ও হিকমত সবেই ছিল তাঁর
দ্বীনের শিক্ষার ছিলেন আধার,
অন্ধকারে যখন পথ হারায় কেহ
তোমার আলো দেয় পথের পাথেয়।