সিন্ধ গোধূলি বেলায়
কেন তব হায়, বিরহ-যাতনায়
মন পোড়ায় শ্মশানের চিতায়,
কার অহেলায়?
এককী চাঁদ পূর্ণিমার রাতে
জাগে আমারই সাথে,
রাত কাটে একাকীত্বে—
সময় ফুরায় বিরহ-ব্যথাতে।
ভোরের সূর্যে হলে উদয়,
পৃথিবী হয় আলোকময়,
ঘুম দেয় চুমু—
ক্লান্তি নামে আখি পাতে।
চারদিকে কোলাহল,
তব আখি জলে ছলছল।
বর্ষায় ভিজে ধরা,
মন পোড়ায় দারুণ খরা।