বসন্ত কোকিলের গানে
পড়ো না তার প্রেমে
তুমি কষ্ট পাবে।

সে আসে বসন্ত বাগানে,
বাসা বাঁধে না কোনো এক ডালে —
পুড়বে তোমারে বিরহ দহনে।

ভ্রমরার গুনগুন গানে
মন দিও না তার পানে,
কালো ভ্রমর জানে না প্রেমের মানে।

তুমি কষ্ট পাবে,
মধু ফুরালে উড়ে যাবে
অন্য কোথাও, অন্য কাননে।

ভুলে যাও কোকিল, ভ্রমর,
ফিরে আসো তুমি —
শূন্য তোমার ঘর।

চাতক প্রাণে
পিপাসা মেটে না তো
বিনা মেঘের বরিষণে।