রৌদ্রস্নানে যাবি চল
কোনো সৈকতে নয়,
আমাদের পুকুরপাড়ে—
তালপাতার পাটিতে বসে
সোনালি রোদ পোহাবি।
দক্ষিণা পবন, নির্জন বন,
উদাসীন মন শান্ত হবি।