প্রতিদিন ভোর হয়,
রাত্রির আঁধার কেটে যায়।
ভোরের সূর্য ওঠে—
সেটা প্রকৃতির নিয়মে।
আমি অন্ধকারেই থাকি;
অন্ধের মতো আমার দুই চোখে
সূর্যের আলো পড়ে না।
আমার আকাশে সূর্য ওঠে না।
জন্মান্ধ নই আমি,
আমার এই অন্ধকার
প্রকৃতির নিয়মে নয়,
নিয়তির নিষ্ঠুরতায়।