নীল বেদনার ডোরে বেঁধিলে মোরে
যত্ন করে যে যাতনা দিলে,
ছলনার বিষে মেরেছ তিলে তিলে—
বল! কী সুখ তুমি পেলে?

ভালবেসে অবশেষে দুঃখ নিলাম কিনে,
বিরহে পুড়ে তোমারে হারিয়ে,
শুধু কান্নার শূন্যতা—
কী পেয়েছ বল, কী হারালে?