এত কাছে রয়েছিস তুই
তবে কেন দূরের অনুভব
কত আপন ছিলাম তোর
তবে কেন করে দিলে পর।
কত স্বপ্ন ছিল আমাদের
কে কার ভেঙেছে হৃদয়
ভেঙে হলো খান খান
হয়েছে হৃদয়ের শূন্যস্থান।
বুকের ভেতর যত ক্ষত
রক্তক্ষরণ তার অবিরত
এ জ্বালা না দিলে কী হতো?
ব্যথার বদন আর সইবে কত।
কত প্রিয়জন আর কত আয়োজন
শূন্যস্থান করিলে পূরণ
আজকে তোমার বসন্ত বন
আমারে পোড়ায় বিরহ দহন।
বলতো আমাদের মাঝে যা ছিলো
প্রেম ভালোবাসা সবই মিছে?
তোকে ছাড়া পূরণ হয় তা কিসে
তুই যে আছিস রক্তে মিশে।
বিশ্বাসে করে যে বিষ করেছি পান
ভালোবেসে দিয়ে যাবো তার প্রতিদান
অবহেলাই যত দিলে
তবু গাইবো তোমারই গান।