নক্ষত্রের আলোয় এক নাম জ্বলে
হযরত ইদ্রিস নামে তিনি মহিমায় মেলে,
প্রজ্ঞার সাগর, শ্রেষ্ঠ বিজ্ঞানী
যাঁর জ্ঞানে জগৎ হয়েছে জ্ঞানী।
কলমের প্রথম আঁচড় তাঁর হাতে
লেখার বিদ্যা শেখালেন ধরাতে,
কাপড় বুননে তিনিই প্রথম
কারিগরি জ্ঞানে তিনি সর্বোত্তম।
আসমানের পথে যিনি উঠলেন ধীরে
ঈমানের জ্যোতি ছিল হৃদয়টা জুড়ে,
ফেরেশতা ছিলেন তাঁর বন্ধু-স্বজন
রহমতে পূর্ণ ছিল তাঁর জীবন।
শান্তির দূত, ন্যায়ের পয়গাম
ইদ্রিস (আঃ) — পবিত্র এক নাম,
উচ্চে উঠলেন বেহেশতের পথে
হৃদয় তার বলিয়ান সত্যের শপথে।
নিলেন তিনি মৃতুর স্বাদ
দেখিলন স্ব-চোখে জাহান্নাম ও জান্নাত
ইতিহাসে তিনি হয়েছেন অমর
জান্নতে রয়েছে এই নবীর ঘর।
শোন হে মুমিনগণে, রাখিয় স্মরণে
ইদ্রিস নবী ছিলেন সেরা জ্ঞান ও গুণে,
পড় তোমার রবের নামে
রব বড় মেহেরবান সৃষ্টির কল্যাণে।