ইচ্ছেগুলোকে হাওয়ায় উড়িয়ে দিলাম
হয়তো উড়ে উড়ে গিয়ে
পড়বে তোমার পথে, বিশ্বাস কর
তোমার পথে বাধা হতে চাই না
তুমি পা মাড়িয়ে চলে যেও।

ইচ্ছেগুলোকে সাগরের জলে ভাসিয়ে দেব
সাগরের ঢেউ ছুড়ে ফেলবে তীরে
না, কোনো বাধা হতে আসিনি
তোমার পদচিহ্ন ছুঁবো বলেই
সৈকতে পরে থাকা।

ইচ্ছেগুলো অনিচ্ছাতে
ঘুরে ফিরে তোমাকে ছুঁয়ে যায়
তোমাকে ফুল ভেবে অলি হতে চায়
বিশ্বাস কর, মধু নয়— শুধু তোমার আকর্ষণে
বেহায়া মন মানে না শাসন ।