শালবনে গোপনে গোপনে
হাওয়া দোলে
ঝরা পল্লবে
মন দোলে, প্রাণ দোলে।

সবুজ বনে কোকিল ডাকে
আমারে সে ডাকে
আনমনে
কুহুতানে কুহুতানে।

শালুক ডোবায়
ডাহুক গায়
আমারে সে চায়—
মন দোলে, প্রাণ দোলে তায়।

শোন দক্ষিণা পবনে
গুনগুন গানে
রিনিঝিনি সুর বাজে
বাজে বারি বর্ষণে।

গগনে গগনে বিদ্যুৎ খেলে
ময়ূর পেখম মেলে
ছন্দে ছন্দে মন নাচে
প্রাণ নাচে হেলে দুলে।