তুমি বৃষ্টি হও
বৃষ্টি হয়ে ঝরে পড়ো,
মেঘ হয়ে আকাশকে
ঢেকে দিও না।
তুমি পূর্ণিমার চাঁদ হও
তোমার আলো ছড়িয়ে দাও
আমাবস্যার রাত হয়ে
অন্ধকারে ছেয়ে দিও না।

তুমি যে তোমাতেই সুন্দর
অপরূপ নিজের মহিমায়।