আমার এ অপেক্ষা তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই,
পথে পথে জোনাকির আলো জ্বেলে রাখা—
তোমার প্রতীক্ষাতেই তো নিশ্চুপ নীরবতা।

তুমি নেই তাই শূন্য হৃদয় করে হাহাকার
তুমি নেই তাই অবুঝ প্রাণের চিৎকার,
তুমি নেই তাই কবিতার চরণ এলোমেলো
তুমি নেই তাই স্মৃতিরা খেয়ালি হলো।

তুমি আসো না তাই বলে
আমি ভেসে যাই বানের জলে,
তোমার খোঁজে চলে যা আকাশের নীলে,
হাড়াই অন্ধকারের অতলে।