দেখেছো-অর্থবিত্ত
দেখোনি-অপেক্ষা নিত্য।


বুক ভরা কষ্ট নিয়েও
তোমার সামনে ছিলাম হাস্যোজ্জ্বল
কখনো জানতে চাও নি
তোমার তোমার করে
হয়েছি আমি কতখানি দূর্বল।


আমায় ছেড়ে চলে যাবে
নিশ্চিত করে দিলে তুমি
তুমি বিনা কতদিন স্বাভাবিক
থাকবো-জানিনা আমি।


যেখানেই যাও
যার সাথেই বাঁধো ঘর
আমার মতো তারে
অবহেলা করো না
করিও তাহারে আদর।


আত্মসম্মান বোধ থাকাতে
করিনি তোমাকে হেনস্তা
ভেবো না মানুষ মানেই সস্তা।


তোমার চুড়ান্ত স্বাক্ষরিত
কাগজের অপেক্ষায়
ধরার প্রতিটি মানুষ
কোথাও না কোথাও
হয়ে যায় অসহায়।