যারে আপনি
আপন ভাবিবেন
সে ভাবিবে পর
স্বার্থ হাসিল শেষে
বলবে শুধু সর।


স্বার্থ আদায়ে সবাই ব্যস্ত
নাই মনে মানবতা
পরিবার সমাজ ঘোরে আছে
নাই স্বভাবে সততা।


যার যতো আছে
তার আরো চাই
পরিপূর্ণ অর্থ থাকতেও
মুখে বলে যায় -নাই।


এমনি ভাবে চলছে
হাল সময়ের-সময় কাল
খুঁজে পাওয়া দায়
সহি শুদ্ধ দিকপাল।