বন্ধু তুমি ছিলে বটে
এখন দৃশ্যতঃ নাই
জান্নাতি হও তুমি
খোদার দরবারে
আর্জি তে জানাই।


মানুষ ছিলে বটে
ছিলো না অহমিকা
পথ চলা মসৃণ ছিলো না
দাও নি কাউকে ধোঁকা।


বন্ধু মনা মন ছিলো
ছিলো মানবিকতা
কথা বলায় খুঁজে পেতাম
শব্দের গভীরতা।


তুমি নেই-আছে তোমার
উদার মনের স্মৃতি কথা
তোমার স্মৃতি মুছে গেলে
বন্ধু হিসেবে আমি বৃথা।