দিন শেষে রাত,রাত শেষে দিন
কখনো ক্লান্তি-কখনো ক্লান্তি বিহীন।


চলমান জীবনে
দুঃখ-কষ্ট আনন্দ-উল্লাস রবে
কখনো সবর-কখনো নীরবে সইবে।


আমি আমার ভাবনায় সর্বনাশ
আমার বাইরে ভাবতে পারলে
ছাড়তে হয় না দীর্ঘ শ্বাস।


একটি মানুষের জন্য নয় রে অপরূপ ধরা
সকলের জন্য সকলে;ইহাই ধরার ধারা।