ধৈর্যশীল সীমা লঙ্ঘন
ক্ষোভের জন্ম হয়
ক্ষোভ-দুর্ঘটনা ছোঁয়।


ধৈর্যশালী মানেই
অপারগতা নয়
ধৈর্যশীল শান্তি
সৌহার্দ্য রাখে অক্ষয়।


ভুল স্বীকার করে
স্বেচ্ছায় প্রস্থান করা
কোন ভাবেই ভুল না
ভুল না করেও
অন্যায় মেনে নিলে
অসচ্ছ থেকে যায়
মনুষ্যত্বের আয়না।


ভাবনা গুলো যদি
সকল কিছুর বিবেচনায়
হয়ে থাকে সৎ
আটকে যাবে না
শত বাধায়-চলার পথ।