একটি রাত দেখেছো
আমি দেখতে কেমন
রাতের পর রাত
তোমার অপেক্ষায়
করেছি ক্রন্দন।


প্রতিটি রাতে
পানশালায় করতে গমন
ভোরের আলোতে
বাড়ী ফিরে আয়েসি শয়ন।


দীর্ঘ বছর অপেক্ষা করেছি
একটু আদর পেতে
আদরের বদলে অবহেলা দিতে।


আমি তো রক্তে মাংসে
গড়া একজন মানুষ
তোমার অনিয়ন্ত্রিত জীবন
যাপন দেখেও
কেন হয়নি আমার বুঝ।


স্বীদ্ধান্ত নিয়েছি
তোমার আয়েসী জীবন থেকে
নিয়ে নিবো এবার মুক্তি
আমাকে ফেরাতে
দাঁড় করবে না আর
কখনো কোন যুক্তি।


করতে অনীহা
একজন অমানুষের দাসত্ব
আমি হতে চাই মুক্ত।