খোদার দুনিয়ায়
দ্বার হয় না বন্ধ
দ্বারে দ্বারে হয় না দ্বন্দ্ব।


মানুষে মানুষে কর হানাহানি
একজনের গোপন কথা!
আরেক জন করে জানাজানি।


দম্ভের ভারে মানুষ হয় ঋণী
তবুও শুনিয়ে যায়
মিথ্যার বানি।


অসহায় দেখে
করো না দ্বার বন্ধ
মানুষের চলার গতিতে
থাকবেই ছন্দ।


তুমি আমি মানুষ
খোদা কিন্তু নই
দ্বার বন্ধ না করে
মেলে ধরি মই।