বিজয় মুখে মুখে
মনে কেন নাই
বিজয়ের ইতিহাস
ঘুণে ধরেছে তাই।


তুমি-আমি বাংলাদেশী!
হাসি খুশি কম-
লুণ্ঠন-মুনাফা করি বেশী।


এই দিনে পতাকা উড়িয়ে
জানান দেই-আমি দেশপ্রেমিক
প্রাপ্ত দায়িত্বে যত্ন বান হলে
দেশের উন্নয়ন হতো অধিক।


আর কত কাল!
চলবে রেষা-রেষি
জয় বাংলা স্লোগানেই
হেসে ছিলাম বিজয়ের হাসি।