কতো স্টেশনে পঁচা গলিত
খাবারে চলছে জীবন
কতো সুখের নেশায়
ক্যাসিনোতে মদের গ্লাসে জীবন
কতো ফুটপাতে রাতের শীত নিবারণে
বস্তাবন্দী হয়ে আছে জীবন
কতো মসজিদে সেজদায় লুটিয়ে পড়া
শুকনো কান্নায় যাপিত জীবন
কতো রাস্তায় বকুল ফুলের মালা
নিয়ে খালি গায়ে ছোট্ট চাহনির জীবন
কতো চৌরাস্তায় ট্রাফিক পুলিশের
ধূলোমাখা চুলের জটায় জীবন
কতো কিশোরের ফুটবল নিয়ে পড়ে
থাকা বিকেলের পর বিকেল
কাটাচ্ছে জীবন
প্রেমিকার হাত ছুয়ে
প্রথমবার অন্যরকম খুশীর জীবন
ক্লান্ত পরিশ্রান্ত যুবকের
একটি হাতাশাগ্রস্থ উপোষ দুপুরবেলার
নাম জীবন
আমরা সবাই জীবনকে ভালোবাসি
একটু সুখের জন্য এই কাদি এই হাসি
তবে
জীবনের ভালো খারাপের
ট্রেলার যদি মায়ের গর্ভে থেকেই
দেখা যেতো,
তবে ভূমিষ্ঠ হতো না অনেক জীবন।