চলো একদিন আকাশ দেখি
এই ব্যস্ত শহর থেকে দূরে কোথাও
কোনো এক বন পেরিয়ে মাঠ
সে মাঠের ঠিক মাঝে শুয়ে
দেখবো আকাশ


সেখান থেকে বক্র কোনো
রেল লাইন ধরে
কোনো মহকুমা?


সেখানে খুব করে
রিক্সায় ঘুরব
হুড খুলে
আকাশ দেখবো বলে


সাঁঝের মায়ায় অবাক হবো
পাখিদের কোলাহলে
কৃষ্ণ তলে বসে
রইব
তুমি আসবে বলে

ছিলো তো কথা  
কোনো এক নক্ষত্রের রাতে আকাশ
দেখার
তুমি থাকবে পাশে
খোলা চুলে তুমি
কাছে আসবে
ছুঁয়ে দেব ঠিক গালে


আফসোস সে সন্ধ্যায় হারিয়ে গেলে
অকালে


আবার আসো তুমি খুব কাছে
কল্পনায় তা দেখি
একদিন চলো খুব করে
নক্ষত্রের রাতে আকাশ দেখি