দূরে দেখা যাচ্ছে মাঝিপল্লী
ইশারায় ডাকছে আমায়
শুনেছি তারা মাছের সঠিক দাম পায়না
শুনেছি নিরাপত্তায় থাকা
চাকরেরা তাদের মাছ তুলে নেয়
মাছ না বেচলে ওরা খাবে কি?


মহাজন রা দাম দেয় না
দাম দেয় না ঘরে অসুস্থ থাকা বিবি
ছোটো ছেলেটারে সাথে নিয়ে রাখে
চল ব্যাটা মাছ ধরবি


দূর থেকে টর্চ মারছে কোনো মাঝি
বলছে সাব মাছ লন মাছ
টাটকা ইলিশ
এ তল্লাটে এতো ভালো মাছ পাইবেন না
কথা খুব স্পষ্ট
আমি শুনছি
শুনে যাচ্ছি
সব শুনলেও এগুই না আমি
সব শোনা আমাদের দায়
আচ্ছা এই যে শীতের রাত্রী
মাছ ধরছে যারা জীবিকার তাগিদে
ওরা সমাজে জীবনের দাম পায়?