হঠাৎ ভাবনার মাঝে কে যেন ঢেলে দিলো তরল আগুন;
হঠাৎ ভাবনাগুলো তোরে ভেবেভেবে খুন।
চেনা পথে চলতে চলতে হারিয়েছি পথ,
এই চিরচেনা তুই 'ই তো আছিস্;
সাদা মাটা সব সময় যেমন সাথেই থাকিস।
হঠাৎ তোর আর আমার মাঝে কার্পাসের তুলতুলে ভাব,
হঠাৎ এ কোন অচিন ভাললাগার দৈরথ,
তবে কি!
না, উফ্ না! অবশ্যই না।


তবুও এক অত্যাচারী ভাবনার উপস্থিতি;
তবু অচেনা ভীতি,
অনিমেষ জ্বালাতন করে চলে।
লুকাই কিছু নিজের কাছেই,
লুকোচুরি নিজের মাঝেই।
গুড্ডি উড়ে রঙ্গিন সুতার সাদা কালো আকাশ জুড়ে,
ভাবনা গুলো উল্টা ঘুরে রঙ্গিন ঘুড়ির লেজটি ধরে।
ধড়াস করে চিত্তা মেরে হঠাৎ কুপোকাত;
আছড়ে পড়ে ভেবাচেকা,
দিন কেটে যায়, কাটে যে রাত।
ভাবনার ব্যস্ত-বুনন ঠাস বুনটে;
তবে কি এমনি করেই বশ হয়েছি,
উফ্ না , অবশ্যই না।


গোড়া গোঁয়ার ভাবনা গুলো ভাবছি কেমন অনুরাগে
কথাগুলোই বেধেছে সুর কি যেন এক নতুন রাগে
ব্যস্ত এসব ওলি গলি কেমন যেন ফাঁকা লাগে
বোহেমিয়ান ভাবনা গুলো এলোমেলো
তবে কি তায় ঠায় দাঁড়িয়ে তোকে ভাবার দায় নিয়েছি
তবে কি এমনি করেই বশ হয়েছি।
না, উফ্ না! অবশ্যই না।