তোর সাথে খুনসুটি
আহ্লাদ অভিমান ভুল ত্রুটি
ভালোই তো ছিলাম
ভ্রম ঘিরে ধরে অধি কাল পরে
নিজেরই অগোচরে
তার পর সড়ক দ্বীপ; দাঁড় কাক; নিসংঙ্গ জারুল
একই মনে হয়,
বড্ড একাকী।


হঠাৎ মনে হলো তুই যেন তৃষ্ণার জল,
চৈত্রের খরো রৌদ্রে বুনো কাউফল,
নাসারন্ধ্রে বিবর্ন বকুলের মিষ্টি ঘ্রাণ,
যান আনচান করে।
তারপর নি:শব্দের গহীনে মিলিয়ে গেলি ঝরা পাতার মত;
শীতের সকালের মত;
নগরীর আগ্রাসনে উজাড় হওয়া বনের মত;
হারিয়ে যাওয়া ঐতিয্যের শেষ স্মৃতি চিহ্ন টুকুর মত;
বক আর হরিণ শাবকের মত শিকার হয়ে গেছে স্বপ্ন বহুকাল হয়,
এখন এখানে ওখানে ছড়ানো স্বপ্নের ফসিল।


তার পর বহু ফসল উঠেছে ঘরে
শুধু নবান্ন আসেনি একটি বার ও
উচ্ছাসহীন হালখাতা মিলিয়েছি।


ব্যস্ততার নিপাট ভাঁজে নিজেরে আড়াল করি
সামলে নিয়ে আবার চলি,
পথের টানে
পথের পাঁচালী,
দেখে নেয়ার প্রত্যয়ে ছুটে চলি জীবনের রাজপথ,
অনিমেষ অলি গলি।


জীবন হল আজব খেলা
নিত্য গোল্লাছুট,
হাজার বুনো মিথোষ্ক্রিয়া; বিষয়টা অদ্ভুত।


তোর সাথে ভাব নিত্য জমে
নতুন শূন্যতায়,
নিজের মাঝে লুকাই তোরে প্রানের পূর্ণতায়।


কাকগুলো সব ঠাটিয়ে চেচায় শহর জুড়ে
ইচ্ছেঘুড়ির হামাগুড়ি আজও আমায় অবাক করে
এক আকাশের শূন্যতায় আর কি আসে যায়
রিক্ত শীতের ঝরা পাতায় কতটাই আর পতন বোঝায়।