এই দেশটা লাল সবুজের
উদার এক জমিন,
এই দেশ টা বুকের ভেতর
গর্ব অন্তহীন।


এই দেশেতে নাইকো বিভেদ
হিন্দু-মুসলমান,
হরেক রকম উৎসবে সব
আহ্লাদে আটখান।


ভাইয়ে ভাইয়ে কাঁধ মিলিয়ে
একসাথে সব চলি,
সোনার পাত্রে ফসল ফলাই
এক ঘরেই তা তুলি।


লাল সবুজের ধুলায় হৃদয়
মমতায় আপ্লুত,
নাই কিছু আর তোমার অধিক
পুত-পবিত্র।


এই দেশেতে লুটাই সবে
সকল প্রার্থনায়,
পবিত্র এই মাটি মাখাই
হৃদয় প্রতিমায়।


লাখো শহীদের রক্ত স্নাত
আমার পতাকা,
রক্ত স্রোতে এই পতাকা
হৃদয়ে রাখা।


রক্ত দিয়ে কিনেছি ভাই
এমন স্বাধীনতা,
রক্ত আখর দিয়েই বোনা
স্বাধীন কবিতা।


এই দেশে তাই ঘোর কাটেনা
স্বাধীন সুখের রেশ,
আমার চোখে সবার সেরা
আমার বাংলাদেশ।