একদিন খুব চিৎকার করে কাঁদবো
সাম্রাজ্য হারনোর ব্যথায়
দ্বীপ ডুবে যাওয়া কষ্টে
বন উজাড় হওয়ার শোকে;
নগরীর হৃদয় হারানোর বিষন্নতায়
প্রেমিকার প্রতারণার দায় এড়াতে
একদিন ঠিক খুব চিৎকার করে কাঁদবো
পোষা মুনিয়ার শূন্য খাঁচায় দাঁড়িয়ে শূন্যতা হয়ে যাবো আমি
বিরামহীন শূন্যতার ধুধু প্রান্তর মেপে নেবো বিরহী জোছনায়
হৃদয়ের জোড়া অলিন্দে
রক্তের খরস্রোতে ছেঁকে নিবো কষ্টের বিভঙ্গ তরঙ্গ
একদিন কাঁদবো; খুব চিৎকার করে কাঁদবো


কিন্তু আফসোস!
কান্না গুলো গুপ্ত ধনের মত কোথায় যেন হারালো
কান্নায় এখন খরার কবল
শুকিয়ে খটখটে মরুভূমি হয়ে গেছে সতেজ হৃদয়


হে নগরী আমি তো নক্ষত্রের রাতে একটি মাত্র প্রণয়ের উৎসব চেয়েছিলাম
যোগ বিয়োগে বড্ড ভুল হয় আমার
ভুল হয় মানুষ চিনতেও


ধ্বংস তাদের জন্য যারা পূজার বেদিতলে বিষন্নতা ছড়ায়;
যারা অনেক কিছুর সাথে কান্নাও কেড়ে নেয়।


ভালোবাসার সাম্রাজ্য বাজেয়াপ্ত হয় দেউলিয়াত্বের দায়ে।
হারানো প্রণয়ের রাতে চোখের জল ও দেউলিয়া হয়।


তবু একদিন খুব চিৎকার করে কাঁদবো