কাছেই থাকিস
নিত্য বাধিস
দুঃখ সুখের বন্ধনে,
ভাগ করে দিস
আমায় রাখিস
ব্যথা বিধুর সবখানে।


ভুল-ত্রুটি আর খুনসুটিতে
থাকনা খানিক অভিমান,
ফের আবার ও বুকে জড়াস
বলিস বন্ধু আমার প্রান।


বন্ধু বিনে যায় কি চলা
নিঠুর কঠিন ধরাতে,
বন্ধুতা যে জড়িয়ে রাখি
দুই নয়নের তারাতে।


ভালো থাকিস বন্ধু আমার
ভালো থাকিস বন্ধুবর,
ভালো থাকিস অষ্টপ্রহর
নিত্য দিবা রাত্রি ভর।


আমি বুঝি ব্যস্ততা তোর,
বুঝি খন্ড অবসর,
দিন ক্ষন মেনে হয়ত কভু,
হয়নি নেয়া খোঁজ খবর।


তবু যেনো নিত্য দিবস
তোদের সাথেই থাকি,
আবচেতন মনের ঘোরে
তোদের খবর রাখি।


দিন গুনে দিন নেইনি খবর
করিসনেকো অভিমান,
তুই যে আমার বন্ধু বড়;
বন্ধু অন্তঃপ্রান।