তুমি আসলেনা বলেই চৈত্রের খর রৌদ্রমাখা তপ্ত দুপুরে স্তব্ধ সবাই
তুমি আসলেনা বলেই প্রকৃতির সাথে বৃক্ষের অভিমান
তুমি আসলেনা না বলেই লাজুক বধুয়ার উদাস হলো প্রান
অভিমানী হংস যুগল শীতল জলকেলির অধীর প্রতীক্ষায়
দূর্বাদল প্রান প্রাচুর্য ভরেছে অচিন রিক্ততায়
তুমি আসলেনা বলেই পাতায় পাতায় প্রানের স্পন্দন নেই
স্তব্ধ সবাই তুমি আসলেনা বলেই
তুমি এসো,
উড়িয়ে নাও ধুলির ধরা
গর্জে উঠে বজ্রে ভাঙ্গো পাতার নিরবতা
পাগলা হাওয়ার দমকা ধাওয়ায়
ধরার খরার চিহ্ন নিশ্চিহ্ন করে
জাগাও জগতে নতুনের প্রান
তুমি পুঞ্জিত মেঘের স্তবক টেনে হেঁচড়ে
ছিঁড়ে আছড়ে পড়
তামাম আসামান ভেঙ্গে জমিনের স্তব্ধ জনারণ্যে
তুমি এসো গগনে গর্জনে বিজন বাংলার বন বন্যে
তুমি এসো হৃদয় বানে স্তব্ধ মনে ধনধান্যে
হে গগন তাপসী এসো তাবৎ তমসিক তপস্যা ভঙ্গ করে
তন্দ্রা ভেঙ্গে বেজে ওঠো তান্ডবে তাধিন তান
ঝরে পড়ো হৃদয় তাক করে তানপুরাটার তারে
বেজে ওঠো সুর লহরীর সুরে
ঝরে পড় পুত পবিত্র অমৃত সুব্রত সুধাসারে