আমি যদি ফুটি আবার কৃষ্ণচূড়া হয়ে
অবাক ভালো লাগায় আমায় আবারো দিস ছুয়ে
আমি যদি আবারো হই দূর আকাশের তারা
তোর নয়নের কোন কি ছোঁবে সজল অশ্রু ধারা
আমি যদি আবারো হই মুষল বৃষ্টি জল
একটি ফোঁটা ধরিস হাতে থামাতে অনল
আমি যদি আবারো হই প্রেমের জাতিস্বর
আরেক জন্ম ভরিস প্রেমে নষ্ট চরাচর
আমি যদি আবার ও হই হারানো দিন গুলি
এমন করেই ভ্রান্ত জনম কুড়াস পথের ধুলি
এমন যদি উদাস পবন; বাঁধন ছিঁড়ি অরেক জনম;
আমি যদি আবারো হই বাঁধনহারা ঘুড়ি
অসীম আকাশ তুই হয়ে যাস রাখিস হৃদয় জুড়ি
আরেক জন্মে আবার যদি ভালোবাসি খুব
শ্যওলা শীতল বুকের জলে আবারো দিস ডুব
আমি যদি আবারও হই নীল সমুদ্দুর জল
তোর আর্দ্রতায় আবার আমায় করিস বিহ্বল
আমি যদি আবারও হই স্নিগ্ধ চাঁদের আলো
লুকোছাপি করেই না হয় আবার বাসিস ভালো
আরেক জন্মে আবার যদি ঘর বাঁধতে ডাকি
পুনর্জন্মে আর কি দিবি আরেক জন্ম ফাঁকি
আমি যদি কোকিল না হই আবারো হই কাক
যত্ন করেই আবার মুছিস প্রেমের চক্রবাক
তোর সাথে প্রেম আবারো হোক কষ্ট কষ্ট খেলা
জন্মান্তরে গন্ডি পেরুক অসংগতির ভেলা
আমি যদি মানুষ না হই; হই সোনালু ফুল
যত্ন করে কুড়িয়ে আমায় করিস কানের ধুল
আমি যদি আবারো হই স্বর্ণালী সকাল
তুই কি আবার গড়বি প্রেমে আলোর ধ্রুম্রজাল
আমি তোকে নিত্যদিনই নতুন আলোয় ছুঁই
হৃদয় ছেঁড়া দুরত্বতেই, ভালো থাকিস তুই।