বিমর্ষ লজ্জা


————মোহাম্মদ হাসানুর রহমান


ইট পাথরের মূর্ত এ নগরী যেন আভিজাত্যের পুজারি
বিত্তবিভবের আগ্রাসী ক্ষুধায় ছুটে চলা এক যন্ত্রদানব ৷
এখানে বর্ণিল আলোয় অপক্লান্তিতে জাগে রাত
কর্মচাঞ্চল্যতায় মুখরিত অরুণ রথের প্রভাত ৷
এ শহর গন্ধরাজ শিউলি শেফালী চেনে না
এখানে গ্লাডিওলাস টিউলিপ লিলি’র কদর
এ শহরে হাসনাহেনা ছাতিম বকুলের গন্ধ নেই
কাশবন নেই, ভাটফুল-আশশেওড়ার ঝোপ নেই


এখানে জোনাকি জ্বলে না ঝিঁঝি পোকা সুর তোলে না
পাখির কলরব নেই তাই ঊষার ঘুম ভাঙে না ৷
এখানে নিয়ন আলোয় আভিজাত্যের হাতছানি
উর্বশীরা যৌবনের আড়ম্বরে সাজে স্বর্বধু রাণী।


পুরাপ্রস্তর থেকে মেসোপটেমিয়া গ্রিক সিন্ধু মায়ান
প্রাযুক্তিক শোষণে সভ্যতারা পরম্পরা সিদ্ধিমান ।
বণিকের চোখ দেখে নগরায়ন, দেখে উন্নয়ন
মানবতার চোখ দেখে সভ্যতার নবজাগরণ।
পর্যটক দেখে সমৃদ্ধির সূচকে আধুনিকতার উত্থান
বঞ্চিতের চোখে নির্লিপ্ত এ নগরী নিষ্ঠূরতার পীঠস্থান।
ইতিহাস দেখে বৈষম্য-বিভেদ, সন্দেহ ও অবিশ্বাস
সতর্ক তাই ক্যামেরা-রোবর্ট, শেফার্ড-আলসিয়ান ৷
(পরিবর্ধিত)