দেশপ্রেমের কবিতা লিখতে বলেছে কেউ বা কারা
আমি তো ভেবে পায় না দেশ কি ?
আফগানি ঢুলু ঢুলু চোখে আমি হয়ত বরফ মোড়া সূর্যদয় দেখতে পারতাম
কিংবা সমুদ্র পাড়ে ভেসে  আসা সেই লাল জামা শিশুটা গ্রিসে
হয়ত কাঁটাতার খেতে চাওয়া মানুষের লাইনে আমিও
হতেই তো পারতাম
হইনি কি !?!
দেশ? দেশপ্রেম ! আমি জানি না
শুধু মনে পড়ছে একটা সকাল
বাংলাদেশ আর ভারত ওয়ার্ল্ড কাপের কোয়াটার ফাইনাল  ম্যাচ টিভিতে শুরু হয়েছে
ফেসবুক টাইম লাইন স্ক্রল করছি
চোখে পড়ল আমার বড়মেয়ের স্ট্যাটাস
" এক সাথে চোদ্দ জন ভারতবাসী ক্রিকেট মাঠে দেখে খুব ভালো লাগছে , তেরো
প্লেয়ার আর একজন  আম্পায়ার"
গাল বেয়ে টুপ টাপ জল গরাচ্ছিল
দেশ প্রেম কিনা  বুঝিনি