আমি জানি , আমি না চাইলেও 'নতুন' মুম্বই এর
অলি গলির ফাঁক দিয়ে আরব সাগরে
চোখ মেলবে নতুন ফ্ল্যাট ...
কলকাতার ঠাসা মেট্রোয় শিভালরির ন্যাকামো মেরে
এক মহিলা বলবেন " দাদা, কনুইটা সামলান " ...
থামবে না খবরের কাগজের হেডলাইন জুড়ে
'নির্ভয়া' দের দীর্ঘশ্বাস ...
বিগ ব্যাং বুঝেও পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ বুঝতে পারবেন না
কেন সব সময় ক্লাসের প্রথম তিনে থাকা ছেলেটা ইঞ্জিনিয়ারিং এর  সিক্স্থ সেম-এর ক্লাসে না বসে গুহাবন্দি !
বাইরে বরফ , গুহার ভেতর জ্বলজ্বলে দুটো চোখ-রাইফেল
আর এক কোনে জড় হওয়া প্রিয়তমাকে লেখা চিঠি ...!
যে চিঠি পাওনি তুমি কিংবা যুযুধান দেশ গুলো
যারা একে অন্যের জাঙ্গিয়ায় টান মারে জঙ্গি নিধনের নামে ...


আমি চাহিদা মত খুঁজতে থাকব
মুড়ির নীচে চানাচুর
দেখতে চাইব তোর নুন-হলুদ মাখা আঁশটে গন্ধের হাত
তোর ময়দা মাখা চুল ...


আর চায়ের দোকানের সামনে পাউরুটির জন্য খালি গা ছেলেটা
গাঁট গুনে গুনে--গাঁট গুনে গুনে
বলবে কতদিন ভাত খায়নি…
আর ওর বাড়ির কতজন কে পুড়িয়ে মেরেছে কিষেনজির নামে
আর প্রধানমন্ত্রী হাত তালি কুড়োবে কোন এক দেশকে 'দেখে নেব বলে' ...
ওরা কোটি কোটি টাকা খরচ করে গরীবকে আরো গরীব করবে ...
আর ... আর ...


আসলে ২০১৬ কোন 'নতুন' বছর নয় ...
এটা একটা  ২০১৫-ই
যেমন ছিল ২০১৪, বা '১৩ বা '১২ বা '১১
বা ...
তবে কিছু কিছু প্রথা মেনে চলা অভ্যেস
যে অভ্যেসের দায়ে আমি লিখছি বকলমে ...
সাথে ফাউ হিসেবে থেকে গেছে  আশাবাদ