হয়ত সেদিনের মত আজও শহর কেদে উঠবে
বাহারি বর্ন আর অনাকাঙ্ক্ষিত গন্ধে,
আনন্দ স্রোতে ভেসে বেড়াবে জলীয় দ্রবন।
আমরা মানব সৃষ্ট দুর্ভোগে, স্রষ্টাকে দোষারোপ করি না
মানুষকেই করি, তবে নিজেকে নয়।
আমরা শান্তিকামী, আমরা নির্দোষ।


হয়ত ফুসফুসের আর্তচিৎকারে কেপে উঠবে পুরো শহর
ধুসর ধুলো, ধাতু, ভারি ধাতু আর ধোয়াসহ ধরণীর সবকিছুই,
যেন বিশুদ্ধ করার দায়িত্ব এই নির্বোধ ফুসফুসের!
আমরা মানব সৃষ্ট দুর্ভোগে, স্রষ্টাকে দোষারোপ করি না
মানুষকেই করি, তবে নিজেকে নয়।
আমরা শান্তিকামী, আমরা নির্দোষ।


হয়ত হার্টবিটের মেলডি শুনতেই এত উৎসব
শারীরিক, মানসিক, সামাজিক এমনকি রাষ্ট্রীয় চাপ বহন করেও,
ছন্দময় বিট দিয়ে যাওয়ার দায়িত্ব এই অসহায় হৃদপিণ্ডের!
সবকিছু এখন ট্রল আর সারকাজমের বিষয়বস্তু
যেমনটা আমি করলাম !!! না এটা বিদ্রোহী
এবং বিদ্রোহটা নিজের বিরুদ্ধে, কারন
আমি শান্তিকামী , আমি নির্দোষ।