বন্ধু (গান)


এখনও ঐ ছাদে, শোনা যায় তোদের সুর
এখনও রেলিং এর ধারে, তোদের হাসি ঝরে
এখনও জিমনেসিয়াম,খেলার মাঠে, কোলাহলে মুখরিত থাকে
এখনও ধুলোয় মোরা বটের বাঁকে, মেতে ওঠে সব চায়ের ঠোটে
এখনও গ্রীল কাবাব আর চাপ টিকিয়ায়,তোদের নামের গন্ধ ছড়ায়
এখনও সন্ধের আলোর প্রতি ভাজে, তোদের ছবি আমায় কাদায়
এখনও ফুটপাত অলিগলি, আকা আছে পায়ের ছাপে
এখনও ক্যান্টিন আর চায়ের টং, মুখরিত আড্ডার সাজে
এখনও বাসের ভিড়ে দারিয়ে বসে, ভাড়া ফাকির দৃশ্য হাসে
এখনও রিক্সা ভ্যানে হচ্ছে চড়া, ফাটিয়ে গলা গান হয়না ধরা
এখনও ঐ ছাদে, শোনা যায় তোদের সুর
এখনও রেলিং এর ধারে, তোদের হাসি ঝড়ে
হারিয়ে গেল সেই দিন, জীবন গাড়ির তীব্র স্রোতে
পড়েনি ঢাকা সৃতি আজও, জীবন যুদ্ধের কষাঘাতে
ও বন্ধু তোরা কেমন আছিস বল
সেথায় আবার ফিরে চল।